ঝিনাইদহ প্রতিনিধি
দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবী ঐক্যপরিষদ। বুধবার সকালে ঝিনাইদহ আদালত চত্বর এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আইনজীবী ঐক্যপরিষদের র্যালিটি আদালতের বিভিন্ন স্থান ঘুরে বার ভবনের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এস এম মশিয়ুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি দবির হোসেন, ইসলামি লইয়ারস কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম, আইনজীবী ফোরামের সদস্য সচিব আকিদুল ইসলাম, সাবেক সম্পাদক শামছুজ্জামান লাকি, নারী ও শিশু আদালতের পিপি ইশারত হোসেন খোকন, আইনজীবী ঐক্যপরিষদের আহ্বায়ক রাশিদুল হাসান জাহাঙ্গীর, আইনজীবী ফোরামের রিয়াজুল ইসলাম রিয়াজ ও অ্যাডভোকেট রাকিবুল হাসান।
সমাবেশে আইনজীবী ঐক্যপরিষদের নেতৃবৃন্দ বলেন, দেশের যে কোনো অস্থিতিশীলতা রোধে আইন পেশাজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশে যাতে অগণতান্ত্রিক শক্তি আর ফিরে না আসে সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখে রাজপথে থাকার আহ্বান জানান তারা।

