মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী পরিবার। বুধবার সকালে জেলা শহরের একটি সাংবাদিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ নভেম্বর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর মাঝকান্দি গ্রামের এবেল ভুইয়ার ছেলে রহমান ভুইয়া পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেন। এ ঘটনার তিন দিন পর, অর্থাৎ ৬ নভেম্বর নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে রহমানের স্ত্রী রেকছোনা বেগমসহ সাতজনের নাম উল্লেখ করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। রেকছোনা বেগম জানান, সাত বছর আগে সদর উপজেলার এওজ গ্রামের ফজলুল হক খানের মেয়ে রেকছোনা বেগমের সঙ্গে রহমান ভুইয়ার বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে কিছুদিন ধরে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। রহমানের মৃত্যুর সময়ও তিনি সেখানে ছিলেন বলে দাবি করেন রেকছোনা।
সংবাদ সম্মেলনে রেকছোনা ও তার পরিবারের সদস্যরা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মামলায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.