জয়পুরহাট প্রতিনিধি
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প দুই নারী মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মোমেনা বেগম (৫০) ও ফাইমা (৩৫)। এ সময় তাদের সঙ্গে ছিলেন একটি চার মাস বয়সের শিশু।
র্যাব-৫ এর পক্ষ থেকে আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭৯২ পিস বুপ্রেনরফিন ইনজেকশন এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুই নারী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাসিন্দা। র্যাব জানিয়েছে, তাদের আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

