ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি চলাকালীন হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর বারোটার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত হওয়া মানববন্ধনে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও মনোনীত সংসদ সদস্য মোজাম্মেল হকসহ অন্যান্য নেতাকর্মীরা।
হামলার সময় প্রভাষক মাসুম বিল্লাহসহ আরও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় মোজাম্মেল হকের বাম হাত ভেঙে গেছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান জানান, এখনো অভিযোগ দাখিল হয়নি, তবে রফিকুল ইসলাম রবি নামের একজনকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.