সুনামগঞ্জ প্রতিনিধি
বুধবার বিকেলে ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের প্রতি সংহতি প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এস এম রহমতের সঞ্চালনায় পরিচালিত হয়।
পথসভায় ধর্মপাশা উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথি আলহাজ্ব আনিসুল হক সভায় বলেন, “সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) সকল জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করবে। এ মাধ্যমে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানকে উপহার দিতে সক্ষম হব, ইনশা আল্লাহ।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.