সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার খুলনা রোড মোড়ে আসিফ চত্ত্বরের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার আহ্বায়ক আরাফাত হোসাইন, নাজমুল হক রনি, মুজাহিদুল ইসলামসহ অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ। তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন, যার মধ্যে ছিল, “একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর”, “জুলাই স্মৃতি স্তম্ভে আগুন কেনো, প্রশাসন জবাব চাই”, “দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত”। স্লোগান ও প্রতিবাদের মধ্য দিয়ে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে যুবলীগ সদস্যদের আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্য দেখা গেছে। ভিডিওতে একই সঙ্গে যুবলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া হয়েছে।

