ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের আওতায় ৩৯ জন শিক্ষার্থীদের পবিত্র কোরআনের সবক উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১২ নভেম্বর) নৈতিকতা ও ধর্মীয় মূলবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলার ভোঁপাড়া কেন্দ্রে ১২ জন, কাশিয়াবাড়ি ঈদগাহ মাঠ কেন্দ্রে ১১ জন এবং কাশিয়াবাড়ি কাচারি কেন্দ্রে ১৬ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরিফের সবক প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন শরিফ সবকের উদ্বোধন করেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আকবর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আবুল হোসেন, সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুল জলিল, হাফেজ আব্দুর রাজ্জাক, কেন্দ্র শিক্ষক মুফতি মোফাজ্জল হোসেন, হাফেজ সাগর মন্ডল, রায়হানুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.