বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে কালিদাসিয়া গ্রামে ছোরাব হোসেন নামে এক চাষির রোপণ করা আধা পাকা ধান রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চরামদ্দী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালিদাসিয়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে,গত সোমবার রাতের আঁধারে একই এলাকার মন্নাফ হাওলাদার, ফারুক মৃধা, রতন হাওলাদার বাহিনী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে প্রায় ৮ থেকে ৯ শতাংশ জমির ধান কেটে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ছোরাব হোসেন হাওলাদার বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় নামধারী ৯ জন কে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী ছোরাব হোসেন হাওলাদার উপজেলার চরামদ্দী ইউনিয়নের কালিদাসিয়া গ্রামে ও অভিযুক্তরা হলেন মন্নাফ হাওলাদার, ফারুক মৃধা, রতন হাওলাদার সপন, হাবিব, ইব্রাহিম হাওলাদার, মানিক হাওলাদার, সামিম হাওলাদার রানা তারা একই ইউনিয়নের কালিদাসিয়া ও সঠিখোলা গ্রামের বাসিন্দা।
কালিদাসিয়া গ্রামের চাষিরা জানান, ছোরাব হোসেনের জমির ধান পাকা শুরু করলে মন্নাফ হাওলাদার, ফারুক মৃধা, রতন হাওলাদার গং তার বাহিনী নিয়ে জোরপূর্বক ধান কেটে নেয় । তাঁরা আরো বলেন চাষ করার সময় কিছু বলে না ও তাদের কে দেখাও যায় না, ধান পাকা যখন শুরু হয় তখনই বাহিনী নিয়ে জমিতে গিয়ে হাজির হয়ে ধান কেটে নিয়ে যায়। চরামদ্দী ইউনিয়নের কালিদাসিয়া ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস হাওলাদার বলেন বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমল থেকে দেখে আসছি।
কৃষকের চাষ করা ধানের মাথা লাল হলেই মন্নাফ হাওলাদার, ফারুক মৃধা, রতন হাওলাদার গং ওই ধান লুটপাট করতে চলে আসে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মন্নাফ হাওলাদার, ফারুক মৃধা, রতন হাওলাদার গংদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সম্ভব হয়নি ও বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, চরামদ্দী ইউনিয়নে কালিদাসিয়া গ্রামের ছোরাব হোসেন নামে এক ব্যক্তির ধান রাতের আঁধারে কেটে নেয়ার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.