Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ‘উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক মোঃ ইকরামুল ইসলাম শাওন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বোর্ড স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর মোঃ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গিয়া আদর্শ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইমদাদুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ হাসেম আলী, জনাব মাসুদুর রহমান, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মোহাম্মদ শাহ আলমসহ ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় যশোর জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক একটি এবং খ দুইটি গ্রুপে কিরাত, আজান, কবিতা আবৃত্তি, ইসলামী গান এবং উপস্থিত বক্তৃতা এই পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টায় সমাপ্ত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, ইসলামিক সংস্কৃতিচর্চার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত হয়।

সভাপতির বক্তব্যে মোঃ ইকরামুল ইসলাম শাওন বলেন, জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামিক ফাউন্ডেশন শিশুদের জ্ঞান, চরিত্র ও সৃজনশীলতার বিকাশে নিয়মিতভাবে এমন প্রতিযোগিতা আয়োজন করে আসছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সফল আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।