শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আগামী (১৩ নভেম্বর ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'লকডাউন' কর্মসূচিকে ঘিরে রাজবাড়ীর গোয়ালন্দে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার সকাল থেকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ একাধিক যায়গায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
সরেজমিন বুধবার সন্ধ্যায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে দেখা যায়, যৌথ বাহিনীর সদস্যরা চেকপোষ্ট বসিয়ে ঢাকামুখী বিভিন্ন গণপরিবহন, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ সড়কে চলাচলরত সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছেন।
তল্লাশির সময়ে বিভিন্ন গণপরিবহনে থাকা যাত্রীদের ব্যাগ তল্লাশি করা ছাড়াও মুঠোফোনের গ্যালারি ঘেঁটে সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা, সেটাও যাচাই করে যৌথ বাহিনী।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম, সেনাবাহিনীর মেজর আহাদুজ্জামান শুভ, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আল মামুন সহ তিন বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর প্রবেশপথ, গোয়ালন্দ উপজেলার মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।'
তিনি আরো বলেন, 'চেকপোস্ট থেকে সন্দেহভাজন কেউ থাকলে তাকে আটক করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.