আমিনুলইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
গ্রামীণ খামারিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা কর্মসূচি এখন এক সফল উদ্যোগে পরিণত হয়েছে। রাজশাহী বিভাগে এ পর্যন্ত পাঁচটি গরুর বিমা দাবি অনুমোদনের মধ্য দিয়ে এ কর্মসূচি খামারিদের জীবনে এনেছে নতুন আশার আলো।
এরই ধারাবাহিকতায় বুধবার (১২ নভেম্বর) রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউপির হাট কানপাড়ার তেঘরিয়া গ্রামে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত বিমা দাবি হস্তান্তর অনুষ্ঠান।
২০২৪ সালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে যাত্রা শুরু করা “গবাদিপ্রাণি সুরক্ষা বিমা” বর্তমানে দেশের ১৪৭১টি শাখায় সফলভাবে পরিচালিত হচ্ছে। এই বিমা কর্মসূচির লক্ষ্য হলো— গরুর মৃত্যু, দুর্ঘটনা বা রোগজনিত ক্ষতি থেকে খামারিদের বিনিয়োগ ও জীবিকা সুরক্ষিত রাখা, একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে স্থিতিশীলতা আনা।
বিমার আওতায় খামারিরা পেয়ে থাকেন রোগ বা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, অ্যানথ্রাক্স, ফুট অ্যান্ড মাউথ ও লাম্পি স্কিন রোগের টিকা, বছরে দুইবার কৃমিনাশক প্রয়োগ এবং বিনামূল্যে টেলিমেডিসিন সেবা। পাশাপাশি বিমাগ্রহীতারা সহজ শর্তে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ঋণ সুবিধাও ভোগ করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ নজরুল ইসলাম এবং ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইয়াকুব আলি সরকার।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— প্রোগ্রাম ম্যানেজার (প্রগতি)সুকদেব কুমার সাহা, টিম লিড (কৃষি ও বীমা)মোঃরেজাউল করিম, ম্যানেজার
(কৃষি ও বীমা)মোঃ তাসভীর আহমেদ,রিজিওনাল ম্যানেজার মোঃ সেরাজুল ইসলাম, ডিএসএস
(কৃষি ও বীমা)আশরাফুল আলম,
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.