জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে টমাস মোল্যা (৩০) ও সবুর হোসেন মোল্যা (৪৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। গত রাতে সদর উপজেলার ডুমদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত রাতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক একটি ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়। পরে সকালে ডুমদিয়া এলাকার রেল-লাইনের উপর থেকে তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে রেল পুলিশ।
পুলিশ ধারনা করছে, মাছ ধরতে গিয়ে ট্রেন লাইনের উপর বিশ্রাম নিচ্ছিলো টমাস ও সবুর। এসময় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়
নিহত টমাস মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের অমর আলী মোল্যার ছেলে ও নিহত সবুর একই গ্রামের গোলাম হোসেন মোল্যার ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।