নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে এবং জুলাই সনদসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা।
বুধবার(১২ নভেম্বর ) বিকেলে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চান্দনা চৌরাস্তা এলাকায় এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসের বিচার চাই, ‘জুলাই সনদের বাস্তবায়ন কর, ‘গণহত্যার দায়ীদের বিচারের আওতায় আনো—এমন নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।
সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ছাত্রশিবির সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু'তাসীম বিল্লাহ শাহেদী। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা ছাত্রশিবির সভাপতি ইয়াছিন আরাফাত।
বক্তারা বলেন, জুলাই সনদ শুধু একটি দলিল নয়, এটি স্বাধীনতার পর থেকে গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে ছাত্রসমাজের ঐতিহাসিক অঙ্গীকার। তারা দাবি করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টি করে জনগণকে উস্কে দিচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ও জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.