স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের চেষ্টা চালিয়েছে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কালনা–বেনাপোল মহাসড়কের লোহাগড়া সি অ্যান্ড বি ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাতে লোহাগড়া পৌর শাখার নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।
এ সময় তারা একটি ককটেল বিস্ফোরণের চেষ্টা চালালেও তা বিস্ফোরিত হয়নি। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থল থেকে কয়েকটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা ছিল, “শেখ হাসিনা আসবে জয় বাংলা, লোহাগড়া পৌর ছাত্রলীগ। ১৩ তারিখ লকডাউন সফল হোক, চলো চলো ঢাকা চলো।”
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.