বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে জামালপুরে বিভিন্ন স্থানে অবস্থান ও বিক্ষোভ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এই কর্মসুচি
আয়োজন করা হয়।
সকালে শহরের দেওয়ানপাড়া এলাকায় অবস্থান কর্মসুচি পালন করে বিএনপির নেতাকর্মীরা। পরে দেওয়ানপাড়াস্থ টেনিস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব বক্তব্য রাখেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে পুরনো কায়দায় আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিস্টদের যে কোন নাশকতা রোধে সজাগ রয়েছে।
কর্মসুচিতে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সালেক হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুয়েল, জেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন শরীফসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে শহরের দয়াময়ী মোড় এলাকায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি মাইন উদ্দিন বাবুলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান নেয়।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। জোরদার করা হয়েছে নিয়মিত টহল কার্যক্রম। তবে এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর বা নাশকতার ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.