সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে জামায়াত প্রার্থী মাওলানা শাহিনুর আলমের প্রচারণায় অংশ নেওয়া এক কর্মীর মোটরসাইকেলের ধাক্কায় মনোয়ারা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাহমিনা খাতুন নামে আরও এক নারী আহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর বহুলী-ছোনগাছা আঞ্চলিক সড়কের বহুলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম ওই এলাকার নতুনপাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। আহত তাহমিনা খাতুনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিরাজগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা শাহিনুর আলম একটি নির্বাচনী বৈঠক করেন। বৈঠক শেষে প্রার্থীর গাড়ি বহর শহরের দিকে ফিরছিল। এ সময় মনোয়ারা বেগম ও তাহমিনা খাতুন বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন।
বহরের পেছনে থাকা এক জামায়াত কর্মী দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় সড়কের খানাখন্দের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারীকে ধাক্কা দেন। এতে তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারা বেগম মারা যান।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, “মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.