বেনাপোল (যশোর) প্রতিনিধি
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে বন্দরের বিভিন্ন গেটে ভারতীয় ট্রাক প্রবেশ করতে দেখা গেছে। পণ্য খালাস ও লোডিং-আনলোডিং কার্যক্রমও নির্বিঘ্নে চলছে।
বন্দরসংশ্লিষ্ট শ্রমিক, পরিবহনকর্মী ও ব্যবসায়ীরা জানান, লকডাউনের প্রভাব এখনও বেনাপোল বন্দরে পড়েনি। তারা আশা করছেন, এ ধারাবাহিকতা বজায় থাকলে দেশের বাণিজ্য কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।
এদিকে সকালে লকডাউনের বিরোধিতা করে বন্দরের শ্রমিকদের একাংশ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন। তারা বলেন, “আমরা শ্রমিক মানুষ। বন্দর বন্ধ হলে আমাদের জীবন-জীবিকা থেমে যায়। তাই আমরা বন্দর সচল রাখার দাবি জানাই।”
বন্দর কর্তৃপক্ষ জানায়, কার্যক্রম বন্ধের কোনো নির্দেশনা নেই। জাতীয় অর্থনীতি ও বাণিজ্যিক স্বার্থে বন্দর সচল রাখা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।
৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহীদ বলেন, “প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় বেনাপোল স্থলবন্দরে কর্মচাঞ্চল্য বজায় থাকবে। শ্রমিকদের কাজের পরিবেশ আরও গতিশীল হচ্ছে। আমরা সবাই সতর্ক আছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
নিষিদ্ধ লকডাউনের মধ্যেও বেনাপোল স্থলবন্দরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছেন এবং বন্দর সচল রাখার দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.