ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
দীর্ঘ কর্মময় জীবনের শেষে অবসর গ্রহণ উপলক্ষে আত্রাই উপজেলার নন্দনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নানকে এক বর্ণাঢ্য ও আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় নন্দনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নন্দনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মাহাফুজার রহমান।
অনুষ্ঠানের শুরুতেই বক্তারা প্রধান শিক্ষক মো. হান্নানের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হান্নান তাঁর বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন।এবং তিনি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান আমার কাছে কেবল কর্মক্ষেত্র ছিল না, এটি ছিল আমার দ্বিতীয় পরিবার। দীর্ঘ কর্মজীবনে আমি শিক্ষার্থী,
শিক্ষক এবং অভিভাবকদের কাছ থেকে যে অফুরন্ত ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আজ বিদায় নিচ্ছি বটে, কিন্তু নন্দনালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সবসময় আমার হৃদয়ে অম্লান হয়ে থাকবে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি, যাতে বিদ্যালয়টি সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে।
অনুষ্ঠানের সভাপতি মো. মাহাফুজার রহমান তাঁর সমাপনী বক্তব্যে বলেন, হান্নান স্যার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আদর্শ প্রধান শিক্ষক। তাঁর প্রজ্ঞা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের ফলেই নন্দনালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ এই অবস্থানে। শিক্ষাঙ্গনে তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা পুরো নন্দনালী গ্রামবাসী তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর অবসর জীবন কামনা করি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. জালাল উদ্দীন, মোজাম্মেল হক, হারণ-অর রশিদ, সহকারী শিক্ষক মো. মিনহাজ উদ্দিন মিঠু প্রমুখ। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীসহ অনেকে। অনুষ্ঠানের শেষে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে বিদ্যালয় ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.