নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা প্রশাসনের অধীনে বিভিন্ন শূন্য পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (ডিএসবি শাখা) স্মারক অনুযায়ী এই ফলাফল প্রকাশ করা হয়।
জানা গেছে, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং সার্কিট হাউজে ২০তম গ্রেডভুক্ত সাধারণ প্রশাসনের মোট ৩৯টি পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
গত ৭ নভেম্বর নরসিংদীর বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়—ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, নাছিমা কাদির মোল্লা স্কুল অ্যান্ড হোমস এবং বিয়াম জিলা স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তীতে ৮ ও ৯ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় বাছাই কমিটি, ঢাকা কর্তৃক চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে অফিস সহায়ক পদে ১৫ জন, নিরাপত্তা প্রহরী পদে ৭ জন, মালি পদে ১ জন এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ৭ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া সার্কিট হাউজে বাবুর্চি পদে ২ জন, বেয়ারার পদে ৩ জন, মালি পদে ১ জন ও পরিচ্ছন্নতা কর্মী পদে ২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে সার্কিট হাউজের নিরাপত্তা প্রহরী পদে কোনো উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি।
বিভাগীয় বাছাই কমিটির সদস্য-সচিব ও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নরসিংদীর জেলা প্রশাসককে অনতিবিলম্বে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারির নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.