নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে জোরপূর্বক ও বেয়ানিভাবে রাস্তা নির্মাণে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে বুধবার (১২ নভেম্বর) এক অসহায় পরিবারের ওপর হামলায় ব্যর্থ হয়ে গাছ-গাছালী সহ বাশঁঝাড় কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির দাবি, এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ ফজলুল হকের পুত্র রুবেল মিয়া জানান, তাদের বাড়ির সামনে দিয়ে একটি পুরনো রাস্তা রয়েছে, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসী ব্যবহার করে আসছে। কিন্তু সম্প্রতি একই গ্রামের বাচ্চু মিয়ার পুত্র সোহাগ মিয়া, মৃত আলী হোসেনের পুত্র আবদুর রশিদ ও মৃত আবদুল হেলিমের পুত্র মোহাম্মদ আলী গংরা পুরাতন রাস্তা রেখে তার বাড়ির পিছন দিয়ে জোরপূর্বক নতুন রাস্তা নির্মাণের চেষ্টা করে। তিনি বলেন, “আমরা তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের পুকুরের মাছ ধরে নিয়ে যায়, মেহগনি গাছ ৫টি, কাঠাল গাছ ২টি, আম গাছ ২টি, সুপারি গাছ ৬০টি এবং একটি সম্পূর্ণ বাঁশঝাড় কেটে নিয়ে যায়।
এতে করে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। বর্তমানে তারা পুনরায় রাস্তা নির্মাণে বাধা দিলে বাড়িঘর ভাঙচুর ও খুন-জখমের হুমকি দিচ্ছে।” রুবেল মিয়া অভিযোগ করে বলেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। এই বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্ঠা করা হলে বিভিন্ন অযুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান। এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন বলেন, “উক্ত ঘটনা বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

