হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে
তাঁতীদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মিছিলটি নতুন বাজার তাঁতীদলের কার্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম মিছিলটির নেতৃত্ব দেন।
এসময়ে উপস্থিত ছিলেন সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম জমসেদ।
উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, ফয়সাল আহমেদ, আলমগীর হোসেন,তাঁতীদল নেতা জুনায়েদ আকন্দ,উপজেলা তাঁতীদলের সদস্য উজ্জ্বল মিয়া,মামুন আকন্দসহ তাঁতীদলের জেলা,উপজেলা ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভকারীরা বলেন,ভারতের মাটিতে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে, গণতন্ত্র বিলীন করতে, গণতান্ত্রিক নির্বাচনকে ব্যাহত করতে এবং আগুন, সন্ত্রাস, ককটেল বোমার মাধ্যমে জনজীবন ব্যাহত করতে চায়।কিন্তুু আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতে আমরা প্রস্তুত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.