মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে এবং নাশকতা প্রতিরোধে বৃহস্পতিবার সকাল থেকেই যশোরের মনিরামপুরে মাঠে ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। উপজেলা সদর ও পৌর শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সকাল ৭টার দিকে যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এবং কামরুজ্জামান শাহিনের নেতৃত্বে পৌর শহরে মিছিল বের করা হয়। পরে দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং আওয়ামী লীগের লকডাউনের নামে ‘নাশকতা প্রতিরোধে’ স্লোগান দিতে থাকেন।
পৌর শহরে খণ্ড খণ্ড মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শহীদ ইকবাল হোসেন ও আসাদুজ্জামান মিন্টু বলেন, “জুলাই হত্যাকাণ্ডসহ সব রাজনৈতিক হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। শেখ হাসিনার ঘোষিত ধোকাবাজির লকডাউনের নামে দেশে নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির সব প্রচেষ্টা প্রতিহত করা হবে।”
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, কামরুজ্জামান শাহিন, পৌর সহসভাপতি সন্তোষ স্বর, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, জুলফিকার আলী ভূট্টো, তুহিন হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব সাইদুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, সদস্য সচিব জুয়েল রানা প্রমুখ।
এছাড়া উপজেলার শ্যামকুড় ইউনিয়ন বিএনপির আয়োজনে বিকেলে চিনাটোলা বাজারে লকডাউনের প্রতিবাদে আরেকটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও নিয়ন্ত্রণে রাখার কারণে লকডাউনের সমর্থনে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে রাজপথে দেখা যায়নি, এবং কোথাও কোনো অঘটনের খবরও মেলেনি।

