আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ফ্রেন্ডশীপ–নবপল্লব প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল ঘর নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আনুলিয়া ইউনিয়নের ছয়টি গ্রামের ৩০টি পরিবারের মধ্যে ঘর নির্মাণের উপকরণ হিসেবে প্রত্যেককে ৮টি কংক্রিটের খুঁটি, ৭টি ঢেউটিন, ১ সেট কাঠের বাতা, পেরেক, তারকাটা ও জিআই তার প্রদান করা হয়।
UK International Development-এর আর্থিক সহায়তায় এবং কেয়ার বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় ফ্রেন্ডশীপ–নবপল্লব প্রকল্পটি উপকূলীয় এলাকার মানুষের দুর্যোগ সহনশীল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে টেকসই ও নিরাপদ আবাসন নির্মাণে এই উপকরণ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনুলিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য শহীদুল ইসলাম (শহিদ)। এছাড়া ফ্রেন্ডশীপ–নবপল্লব প্রকল্পের কমিউনিটি মোবিলাইজেশন অফিসার হরিদাস বর্মন ও আব্দুল্লাহ আল মাহমুদ রিয়াজ, স্থানীয় সাংবাদিক, উপকারভোগীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, “ফ্রেন্ডশীপ আমাদের এলাকায় উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে, যা সাধারণ মানুষের অনেক উপকারে আসছে। আজ যে উপকরণগুলো পেয়েছেন, তা সঠিকভাবে ব্যবহার করলে দুর্যোগের সময় ঘরবাড়ি নিরাপদ রাখতে সহায়তা করবে।”
কমিউনিটি মোবিলাইজেশন অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ রিয়াজ বলেন, “ফ্রেন্ডশীপ–নবপল্লব প্রকল্পের মাধ্যমে উপকূলীয় এলাকার দরিদ্র মানুষদের জীবনমান উন্নয়নে ও দুর্যোগ মোকাবিলায় সহনশীল সমাজ গড়ে তোলার কাজ অব্যাহত রয়েছে।”
অন্যদিকে, কমিউনিটি মোবিলাইজেশন অফিসার হরিদাস বর্মন জানান, “প্রকল্পটি আশাশুনি উপজেলার খাজরা, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি দুর্যোগ সহনশীল ঘরবাড়ি নির্মাণ, ক্লাইমেট রেজিলিয়েন্ট সাইক্লোন সেন্টার স্থাপন, উদ্যোক্তা তৈরি, কালেকটিং রোড সংস্কারসহ নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।”
উল্লেখ্য, নবপল্লব প্রকল্পটি সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর, এবং খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলায় দুর্যোগ মোকাবিলা ও টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.