দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েলের সমর্থক ও সর্বসাধারণের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টায় দৌলতপুর থানা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার ও দৌলতপুর কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে অংশ নেওয়া নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সারাদেশে ঘোষিত বিএনপির প্রাথমিক ২৩৭টি মনোনয়নের মধ্যে দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েল ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বর্তমানে প্রাথমিকভাবে যিনি মনোনয়ন পেয়েছেন, তার বিরুদ্ধে স্থানীয়ভাবে জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তাদের অভিযোগ, ঘোষিত প্রার্থী অতীতে ওয়ান-ইলেভেন সরকারের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় টাকার বিনিময়ে ভোট কেনাবেচায় অংশ নেন। এছাড়াও দৌলতপুরে সাম্প্রতিক সময়ে সংঘঠিত লুটপাট, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা অপকর্মের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন তারা। আর এসব কারণেই দৌলতপুরবাসী মনোনয়ন পরিবর্তন চায়।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, বর্তমান প্রার্থীকে নিয়ে জনগণের মধ্যে হতাশা ও অনাস্থা তৈরি হয়েছে, যার বহিঃপ্রকাশই আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন।
নেতৃবৃন্দ আরো বলেন, এর আগেও কুষ্টিয়ার আরও তিনটি আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি হয়েছে। তবে শরীফ উদ্দিন জুয়েলের সমর্থকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অহিংস ও শান্তিপূর্ণ পরিবেশে মানববন্ধন করছেন, কোন ভাঙচুর বা রাস্তা অবরোধে যাননি।
দৌলতপুর থানার সামনে থেকে সেন্টার মোড় পর্যন্ত প্রায় ১ কি. মি, এলাকা জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে শত শত বিএনপি দলীয় নেতা-কর্মী ও নারী-পুরুষঅংশ নেয়।

