Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েলের সমর্থক ও সর্বসাধারণের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টায় দৌলতপুর থানা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার ও দৌলতপুর কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে অংশ নেওয়া নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সারাদেশে ঘোষিত বিএনপির প্রাথমিক ২৩৭টি মনোনয়নের মধ্যে দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েল ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বর্তমানে প্রাথমিকভাবে যিনি মনোনয়ন পেয়েছেন, তার বিরুদ্ধে স্থানীয়ভাবে জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

তাদের অভিযোগ, ঘোষিত প্রার্থী অতীতে ওয়ান-ইলেভেন সরকারের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় টাকার বিনিময়ে ভোট কেনাবেচায় অংশ নেন। এছাড়াও দৌলতপুরে সাম্প্রতিক সময়ে সংঘঠিত লুটপাট, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা অপকর্মের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন তারা। আর এসব কারণেই দৌলতপুরবাসী মনোনয়ন পরিবর্তন চায়।

বিএনপি নেতৃবৃন্দ বলেন, বর্তমান প্রার্থীকে নিয়ে জনগণের মধ্যে হতাশা ও অনাস্থা তৈরি হয়েছে, যার বহিঃপ্রকাশই আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন।

নেতৃবৃন্দ আরো বলেন, এর আগেও কুষ্টিয়ার আরও তিনটি আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি হয়েছে। তবে শরীফ উদ্দিন জুয়েলের সমর্থকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অহিংস ও শান্তিপূর্ণ পরিবেশে মানববন্ধন করছেন, কোন ভাঙচুর বা রাস্তা অবরোধে যাননি।

দৌলতপুর থানার সামনে থেকে সেন্টার মোড় পর্যন্ত প্রায় ১ কি. মি, এলাকা জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে শত শত বিএনপি দলীয় নেতা-কর্মী ও নারী-পুরুষঅংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।