রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোখতার আহমেদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
এ নিয়োগের আগে মো. মোখতার আহমেদ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ ব্যবস্থাপনার জন্য তিনি পরিচিত।
নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের পাশাপাশি পদাধিকারবলে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন। ফলে মহানগরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সেবা-পরিচালনা ও প্রশাসনিক কর্মকাণ্ড সরাসরি তার তত্ত্বাবধানে পরিচালিত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের প্রশাসনে অভিজ্ঞ এই কর্মকর্তা নতুন দায়িত্ব গ্রহণের পর দ্রুত খুলনায় যোগদান করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.