দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়াদ্দার ও দৌলতপুর উপজেলা জামায়াতের আমির কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াতের প্রার্থী উপধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিন।
এসময় জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়াদ্দার বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ন্যায়-নিষ্ঠ সমাজব্যবস্থা দেখতে চান বলেই অনেকেই তাদের দলে যোগ দিচ্ছেন।
সমাবেশে উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিন বলেন, বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন। দেশের সকল নাগরিকের জান মালের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। আর এজন্য তিনি সকলকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহবান।
পরে তারা মোটরসাইকেল শোভাযাত্রায় যোগ দেন। মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে দৌলতপুরের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার জামায়াতের নেতা-কর্মী ও সর্মকরা অংশ নেয়।

