বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে মাছের বাজারগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ, যেখানে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম আকারের ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি আইনত নিষিদ্ধ। তবুও জেলেরা এবং বিক্রেতারা আইন উপেক্ষা করে জাটকা বাজারে আনা ও বিক্রি করছেন।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার প্রতিটি মাছবাজারে ছয় থেকে সাত ইঞ্চি আকারের জাটকা ইলিশ পাওয়া যাচ্ছে। এম এ বাড়ি বাজারে নিলামের মাধ্যমে এসব মাছ বিক্রি হচ্ছে, আর পৌর বাজারে খুচরা ব্যবসায়ীরা সকাল থেকে রাত পর্যন্ত জাটকা বিক্রি করছেন। প্রশাসনের কার্যকর তদারকি দেখা যাচ্ছে না।
জেলেরা কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ইলিশ শিকার করছেন বলে জানিয়েছেন স্থানীয় জেলে নির্মল দাস। বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, জনবল সংকটের কারণে নিয়মিত অভিযান চালানো সম্ভব হয়নি, তবে শীঘ্রই হাটবাজারে অভিযান পরিচালনা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজও জানান, বিষয়টি নজরে আনা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, ক্রয়, বিক্রয় ও মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে বড় ইলিশ আহরণে কোনো বাধা নেই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.