নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মরহুম শাহ আলম ভূইঁয়ার আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল। সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আমিনুল ইসলাম আনজু, সাংবাদিক আমিনুল ইসলাম বুলবুল, সাংবাদিক ফরিদ মিয়া, আজিজুল হকসহ অনেকে।
বক্তারা মরহুম শাহ আলম ভূইঁয়াকে সত্যনিষ্ঠ, নির্ভীক ও সদালাপী একজন মানবিক মানুষ হিসেবে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর মৃত্যু নান্দাইলের গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করেছে। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইনকিলাব প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান।

