তালা(সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা হবে এবং চাঁদাবাজ, দখলবাজ, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ইজ্জত উল্লাহ।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তালা উপজেলার শেখেরহাট বাজারে অনুষ্ঠিত পথসভা এবং এর আগে আগোলঝাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইজ্জত উল্লাহ বলেন, “সাধারণ মানুষ আজ চাঁদাবাজ ও দখলবাজদের অত্যাচারে অতিষ্ঠ। আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানগুলো পরিচালনা করেন মাহবুব হোসেন। এতে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা যুব জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান রেন্টু প্রমুখ।

