Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
নভেম্বর ১৪, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খরয়িয়াটি পূর্বপাড়া ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী বৃহস্পতিবার বেলা ২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

রাষ্ট্রীয় এই সম্মাননা প্রদানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। এসআই আব্দুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আ. করিম, দরগাহপুর ইউনিয়ন কমান্ডার শেখ আরব আলী, বীর মুক্তিযোদ্ধা ছহিল উদ্দিন, শওকত আলী, আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন সম্পন্ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।