পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটিকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা মতবিরোধ ও জটিলতার অবসান হয়েছে। বহুদিনের টানাপোড়েন, আলোচনা ও সমালোচনার পর অবশেষে উভয় পক্ষের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে পলাশবাড়ী থানা হলরুমে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন পূর্ববর্তী কমিটির সভাপতি দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
দীর্ঘ আলোচনা শেষে উভয় পক্ষই শান্তিপূর্ণ সমাধানে সম্মতি জানান। পরে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন পলাশবাড়ী রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা পরিষদ:
সভাপতি— হরিদাস চন্দ্র তরনীদাস
সহসভাপতি— কার্তিক চন্দ্র
সাধারণ সম্পাদক— শ্যামল চন্দ্র সাহা
সহ সাধারণ সম্পাদক— অরবিন্দু সরকার
সাংগঠনিক সম্পাদক— রণজিত চন্দ্র সরকার
ক্যাশিয়ার— রাসুদেব সরকার
সদস্য— সুবল কুমার, চন্দন কুমার, সুভাষ চন্দ্র, সজল কুমার বর্মন ও অপূর্ব কুমার
স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ জানিয়েছেন, দীর্ঘদিনের বিভেদ মেটানোয় স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করেন, নতুন কমিটি মহাশ্মশানের সার্বিক তদারকি, শৃঙ্খলা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.