হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজারে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাধবপুর আর্মি ক্যাম্প পরিচালিত এই অভিযানে মো. শাকিল মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে শাহজি বাজারের বেনু মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রমতে, গত কয়েকদিন ধরে শাহজি বাজার ও এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে আর্মি ক্যাম্পের এই দ্রুত অভিযান নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত ছিনতাইকারী মো. শাকিল মিয়া এবং উদ্ধারকৃত স্মার্টফোনটি যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য মাধবপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পনুয়েলের কাছে হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্যা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিয়মিত মামলা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.