বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ^ব্যাপী কর্ম দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের ফুলবাড়ীয়া এলাকায় পিটিআই গেইটের সামনে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র এ মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান খান, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য দেওয়ান আব্দুল মালেক, মশিউল আলম বাবলু, এম এইচ মজনু মোল্লা, মো: আমির উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন, আমরা বিশ্বব্যাপী সংকটের এক যুগে বাস করছি। যার জন্য বিশ্বব্যাপী এবং আন্ত:সংযুক্ত প্রতিক্রিয়া প্রয়োজন। উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম, সারা বিশ্বে সাধারন মানুষ ক্রমবর্ধমান বৈষম্য, জলবায়ু বিপর্যয় এবং প্রকৃতির ধ্বংসের প্রভাব অনুভব করছে।
কর্পোরেট আধিপত্য এবং দায়মুক্তি অব্যাহত থাকায় জনসাধারণের বিক্ষোভ বৃদ্ধিকে সামরিকবাদ এবং দমন-পীড়নের মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে। সা¤্রাজ্যবাদ যে অসংখ্য যুদ্ধ এবং গণহত্যা সমর্থন করছে তার প্রাথমিক সুবিধাভোগী হল আন্তর্জাতিক কোম্পানিগুলো ।
আমরা গ্রামাঞ্চলের মানুষ, জলরাশি, ম্যানগ্রোভ বন, সমুদ্র, বন, শহরের শ্রমিক, মহিলা, যুবক এবং শিশুদের কান্না শুনতে পাই এবং অঞ্চলের বাস্তবতা বুঝতে পারি। আমরা কেবল শিকার নই আমরা পরিবর্তনের প্রতিনিধি।

