হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি-১৪ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন চোরাকারবারী আটক করা হয়েছে।
বিজিবি-১৪ সূত্রে জানা যায়,শুক্রবার (১৪নভেম্বর) টহল কমান্ডার হাবিলদার মো.বাদশা আলমগীর উত্তমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে ৫৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোবাইলসহ ০১ জন চোরাকারবারী মো.মিরাজুল ইসলাম (৩২),
পিতা-মো.নাজমুল, গ্রাম-উত্তমাবাদ, ডাকঘর-শৈল্পী, থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁকে আটক করেন।
আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,গরু, মাদক ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.