ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনন্দঘন পরিবেশে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরের চেতনা সরাইলের ক্রাইম রিপোর্টার ফয়জুল কবির। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, দৈনিক যায়যায়কাল প্রতিনিধি পারভেজ আলম, দৈনিক আমার বার্তা প্রতিনিধি মো. রিমন খান, আব্বাস, নতুন সময় প্রতিনিধি আমজাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুই যুগেরও বেশি সময় ধরে ভোরের চেতনা পাঠকের আস্থা ধরে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটা ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

