Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে মদিনাতুল উলুম মাদ্রাসার কমিটি বাতিল ও নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
নভেম্বর ১৫, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার কমিটি বাতিল ও কোটি টাকার নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মাদ্রাসা চত্বরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাদ্রাসার অভিভাবক, চাকরিপ্রার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসায় ১৫ নভেম্বর সকাল ৯টায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো পরীক্ষা হয়নি এবং মাদ্রাসা তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এতে তারা মনে করছেন—গোপনে অন্যত্র অবৈধভাবে পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

চেচুয়া গ্রামের অভিভাবক এছমাইল হোসেন বলেন, “মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুর রশিদ খুলনায় অবস্থান করেন। তিনি দলীয় পরিচয় ব্যবহার করে অবৈধভাবে নিয়োগের চেষ্টা করছেন।” তিনি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।

নাজমুল হোসেন অভিযোগ করে বলেন, “একই পরিবারের ৯ সদস্যকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করা হয় মাদ্রাসা বন্ধের দিন, গোপনে। ৮টি পদে নিয়োগের ক্ষেত্রে ৭ জনই কমিটিভুক্ত পরিবারের সদস্যদের মনোনীত করা হয়েছে। বড় অঙ্কের টাকার বিনিময়ে পূর্ব-নির্ধারিতদের নিয়োগ দিতে ষড়যন্ত্র চলছে।”

অভিভাবক রোকনুজ্জামান ও সাইফুল্লাহ সরদারও একই ধরনের অভিযোগ তুলে ধরেন। তারা অধ্যক্ষসহ বিভিন্ন পদে মাওলানা অলিউল্লাহ/হুমায়ুন কবির, মো. মোরাদ/জুবায়ের, ইলিয়াস, তুহিন, লাকি আক্তার, আবু জাফর, মাছুমা/আলমগীর ও মাসুম বিল্লাহসহ চুক্তিবদ্ধ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানান।

এদিকে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা অলিউল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, “বিধি মোতাবেক বিজ্ঞপ্তি প্রকাশসহ পুরো নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। ডিজি-নিযুক্ত প্রতিনিধির উপস্থিতিতে আজ পরীক্ষা হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

বক্তারা অবৈধ কমিটি বাতিল, নিয়োগ বাণিজ্য বন্ধ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।