সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোট ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের মো. মামুন মিয়া (২৩) এবং মো. উবায়দুল (২১)।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় ডিউটিরত অবস্থায় ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান তথ্য পান যে বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে কার্তুজ বহন করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়।
সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি চালিয়ে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মামুন ও উবায়দুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজনসহ পলাতকদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.