ফেনী প্রতিনিধি
ফেনীতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদ চট্টগ্রাম বিভাগের আয়োজনে ফেনী সদর উপজেলার ফতেহপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মউশিক কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী।
মউশিক ফেনী জেলা কমিটির সভাপতি মাওলানা হাফেজ মো. বরকত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মো. শহীদ উল্লাহর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—
মউশিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহীম, মানবাধিকার সংগঠক মাস্টার আবুল কাশেম, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, আইন বিষয়ক সম্পাদক কাজী সাব্বির আহমেদ, সদস্য মো. শহীদুল্লাহ, চাঁদপুর জেলা প্রতিনিধি মাওলানা মনির হোসেন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মাওলানা গোলাম মোস্তফা, কক্সবাজার জেলা সভাপতি মাওলানা রুহুল মতিন, কুমিল্লা প্রতিনিধি জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাওলানা মোস্তাক আহমেদ এবং ফেনী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার।
সভায় নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, শিশুদের চরিত্রগঠন, সুষ্ঠু শিক্ষা পরিবেশ তৈরি এবং সম্প্রদায়ের উন্নয়ন—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরবর্তীতে কাউন্সিল অধিবেশনে মাওলানা মিজানুর রহমান মাসুদকে সভাপতি, হাফেজ মাওলানা মো. বরকত উল্লাহকে সাধারণ সম্পাদক এবং রাশেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন বিভাগীয় কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.