আলীকদম, (বান্দরবান)প্রতিনিধি
বিএনপির ঘোষিত ৩১ দফা জাতীয় রূপকল্প বাস্তবায়নের দাবিতে বান্দরবান-৩০০ নং আসনের মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর নেতৃত্বে আলীকদমে শনিবার বিকেলে গণসংযোগ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৩টার দিকে উপজেলা সদর থেকে শুরু হওয়া র্যালিতে বিভিন্ন স্তরের শত শত মানুষ অংশ নেন। পাহাড়ি ও বাঙালি জনগণ মিলিতভাবে র্যালিটি উপজেলা বাজার, প্রধান সড়ক ও বিভিন্ন পাড়া প্রদক্ষিণ করে।
সাচিং প্রু জেরী জনতার উদ্দেশে বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ পুনরায় গণতন্ত্রের পথে ফিরে আসবে। জনগণের ভোটাধিকারের সুরক্ষা, ন্যায়বিচার, উন্নয়ন ও সমান অধিকার প্রতিষ্ঠার জন্য এই ৩১ দফা অত্যন্ত জরুরি। আলীকদমসহ পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করতে আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, নিরাপত্তা, ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়ন ও পর্যটন প্রচারণায় বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করব। পাহাড়ি ও বাঙালি সব জনগণ সমান সুযোগ পাবে।”
র্যালি শেষে সাচিং প্রু জেরী বাজার, দোকান, ঘরবাড়ি ও কর্মস্থলে গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দলের ৩১ দফার অঙ্গীকার তুলে ধরেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, সাধারণ মানুষের মধ্যে প্রার্থীর প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে, যা আগামী নির্বাচনে শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

