Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগে-পরে ৯ দিন বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম দিকে, রোজার আগেই অনুষ্ঠিত হবে। সুস্থ ও অবাধ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি চলছে। নির্বাচনের দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ ইতোমধ্যেই শুরু হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের বড় স্টকহোল্ডার হলো জনগণ ও রাজনৈতিক দলগুলো। জনগণ যখন নির্বাচন মুখী, তখন আর কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে এবং পরে মোট ৯ দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। নির্বাচনের দিন এক লাখ সেনাবাহিনী, এক লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি সদস্য, ৫ হাজার নেভি, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‍্যাব সদস্য এবং সাড়ে পাঁচ লাখ আনসার দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের পতনের ক্ষেত্রে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই বর্তমান নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সতর্ক থাকতে হবে। রায় ঘোষণার দিন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী সফরে পুলিশ লাইনস, কোস্টগার্ড বেস, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন। রবিবার সকালে তিনি বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।