শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার দ্বিপ বিশিষ্ট গাবুরা ইউনিয়নের পাশ্বীমারী পল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহ আলম ও মিজান গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। শনিবার দুপুর ১টার দিকে মহশীন শেখের বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
উভয় পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হন এবং তাদের শ্যামনগর হাসপাতালে চিকিৎসা চলছে। আহতরা হলেন—পাশ্বীমারী গ্রামের মৃত নিসাব আলীর ছেলে মফিজুল ইসলাম (৪০),ইউনুছ আলীর ছেলে ইউসুফ আলী (২৬),হজরত তরফদার এর ছেলে রবিউল ইসলাম (২৯),নাপিতখালী গ্রামের মন্তেজ সরদারের ছেলে মোকারম সরদার (৩৫),কোবাদ সরদারের ছেলে মোশারফ (৬০),রাজ্জাক সরদারের ছেলে মনিরুল (২৮),মজিদ গাজীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪),মৃত মোহর আলীর ছেলে মিজানুর রহমান (৫২),হরিনগর দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুর রহিম গাজীর স্ত্রী সাজিদা খাতুন (২৪)।
প্রায় প্রত্যেকের শরীরে রক্তাক্ত যখম দেখা গেছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, এখনো পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ নেই। অভিযোগ পেলে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

