শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ‘প্রজন্ম বাতিঘর’ গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। পৌর শহরের নিজাম মার্কেটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহমুদ হক রুবেল’র সহধর্মিণী ফরিদা হক, শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, তরুণ সমাজসেবক ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গ্রন্থাগারটি এলাকার শিক্ষার্থী ও সাধারণ জনগণের জন্য জ্ঞানচর্চার নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.