টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দৈনিক জাতীয় ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় পত্রিকার উপজেলা প্রতিনিধির কার্যালয়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি জসিম মুন্সি। এতে উপস্থিত ছিলেন পুলিশের ডিএসবি শাখা টুঙ্গিপাড়ার উপপরিদর্শক (এসআই) ইয়াসির হাওলাদার, টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো: কামাল হোসেন, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, আজকের পত্রিকা প্রতিনিধি সজল সরকার, এশিয়ান টিভি প্রতিনিধি হাফিজুর রহমান, বাংলাভিশন টিভি প্রতিনিধি হাবিবুল্লাহ খান হাবিব, ঢাকা প্রতিদিন প্রতিনিধি নাজিরুল শেখ, দৈনিক জনতার খবর প্রতিনিধি মোঃ রাকিবুজ্জামান ও দৈনিক সকালের বার্তা প্রতিনিধি রোমান মোল্লা সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকা দীর্ঘদিন ধরে সত্যনিষ্ঠ, গঠনমূলক ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশন করছে। তারা প্রকাশক ও সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পত্রিকার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
আলোচনা সভার শেষে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.