নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুরস্থ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) শ্রমিক ইউনিটের উদ্যোগে সাধারণ সভা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ) ব্রি তিনসড়ক এলাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি ইউনিটের সভাপতি মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর–২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মোঃ হোসেন আলী বলেন, শ্রমিকরা দেশের উন্নয়ন, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির মূলভিত্তি। তাদের অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়ন করা ইসলামের সামাজিক ন্যায়বিচারের অন্যতম শর্ত। আমরা বিশ্বাস করি, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায়লব্ধ অধিকার নিশ্চিত হবে এবং কর্মপরিবেশ হবে মানবিক ও নিরাপদ।
তিনি আরও বলেন, এই শ্রমিক ইউনিয়নের কর্মীরা সুনির্দিষ্ট ও সংগঠিত থাকলে শ্রমিক অধিকার আন্দোলন শক্তিশালী হবে, এবং এগিয়ে যাবে ন্যায় ও নীতির পথে। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের প্রত্যাশা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।
২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর মেট্রো থানার কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম নজিব, মহানগর ২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির শেখ শাহজালাল, এমারত হোসেন মাস্টার এবং শ্রমিক নেতা আজগর আলী প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রি শ্রমিক ইউনিটের চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এসময় নবগঠিত কমিটির পক্ষ থেকে শ্রমিকদের সংগঠনকে আরও গতিশীল ও দাবি আদায়ে শক্তিশালী করার জন্য কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

