Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর শৈলাদাহ ও বাংলাবাজার এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার 
নভেম্বর ১৫, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার 

চিতলমারীর শৈলাদাহ- বাংলাবাজার এলাকার মধুমতি ও সন্ধ্যা নদীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ করেছেন পরিবেশবাদীরা।

(১৫ নভেম্বর) শনিবার দুপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে পরিবেশবাদীরা সংবাদ সম্মেলন করেছেন। উপজেলার সবুজ সংঘ ক্লাবে অ্যাডভোকেট ফজলুল হকের নিজ অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পরিবেশ রক্ষা আন্দোলন চিতলমারী উপজেলার প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তবে তিনি বলেন, প্রভাবশালীরা চিতলমারীর সীমান্তবর্তী শৈলদাহ, বাংলাবাজার এলাকার মধুমতি ও সন্ধ্যা নদীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। বিষয়টি তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু তাতে কার্যত কোনও ফল হয়নি। আগামীতে তিনি বিষয়টি নিয়ে আইনীভাবে এগোতে চান।

অ্যাডভোকেট ফজলুল হক আরও জানান, বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ বালুখাদ্য বা বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলনকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। আইনের সঠিক প্রয়োগ না থাকায় একটি সমাজবিরোধী চক্র আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাসের পর মাস উপজেলার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে উপজেলার শৈলদাহ মহাসড়ক, নালুয়া-বড়গুনি সড়কসহ বিভিন্ন স্থানে ভূমিধস দেখা দিয়েছে। তাই সামাজিক দায়বদ্ধতার কারণে বালু উত্তোলন রোধে দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।

সংবাদ সম্মেলনে এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট টেরাকোটা শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব সেলিমুজ্জামান ঠান্ডা, ঐতিহ্যবাহী সবুজ সংঘ ক্লাবের আহ্বায়ক শেখ নোয়াব আলীসহ চিতলমারী পরিবেশ রক্ষা আন্দোলন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।