স্টাফ রিপোর্টার
চিতলমারীর শৈলাদাহ- বাংলাবাজার এলাকার মধুমতি ও সন্ধ্যা নদীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ করেছেন পরিবেশবাদীরা।
(১৫ নভেম্বর) শনিবার দুপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে পরিবেশবাদীরা সংবাদ সম্মেলন করেছেন। উপজেলার সবুজ সংঘ ক্লাবে অ্যাডভোকেট ফজলুল হকের নিজ অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পরিবেশ রক্ষা আন্দোলন চিতলমারী উপজেলার প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তবে তিনি বলেন, প্রভাবশালীরা চিতলমারীর সীমান্তবর্তী শৈলদাহ, বাংলাবাজার এলাকার মধুমতি ও সন্ধ্যা নদীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। বিষয়টি তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু তাতে কার্যত কোনও ফল হয়নি। আগামীতে তিনি বিষয়টি নিয়ে আইনীভাবে এগোতে চান।
অ্যাডভোকেট ফজলুল হক আরও জানান, বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ বালুখাদ্য বা বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলনকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। আইনের সঠিক প্রয়োগ না থাকায় একটি সমাজবিরোধী চক্র আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাসের পর মাস উপজেলার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে উপজেলার শৈলদাহ মহাসড়ক, নালুয়া-বড়গুনি সড়কসহ বিভিন্ন স্থানে ভূমিধস দেখা দিয়েছে। তাই সামাজিক দায়বদ্ধতার কারণে বালু উত্তোলন রোধে দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।
সংবাদ সম্মেলনে এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট টেরাকোটা শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব সেলিমুজ্জামান ঠান্ডা, ঐতিহ্যবাহী সবুজ সংঘ ক্লাবের আহ্বায়ক শেখ নোয়াব আলীসহ চিতলমারী পরিবেশ রক্ষা আন্দোলন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.