ঝালকাঠি প্রতিনিধি
বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি পুলিশ সুপার ফুটবল কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বিকালে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জল কুমার রায় । বিশেষ অতিথি
অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মোহাম্মদ সাইফুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার ঝালকাঠি ( সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবর, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( রাজাপুর সার্কেল) মোঃ শাহ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নলছিটি থানা বনাম কাঠালিয়া থানার ফুটবল দল । টুর্নামেন্টে ফুটবলে ৪ টি দল অংশগ্রহণ করছে।
পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, খেলা-ধুলা হলো বিনোদনের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম। এতে মানসিক বিকাশ ও শরীর সুস্থ থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.