খুলনা প্রতিদিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি খুলনা–৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় মাহমুদুল হাসান জানান, তিনি শাপলা কলি প্রতীক নিয়ে জনগণের প্রত্যাশা ও বিশ্বাসের জায়গা থেকে সামনে এগোতে চান। তিনি বলেন, “আমি জাতীয় নাগরিক পার্টি–এনসিপি থেকে খুলনা–৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন নিয়েছি। শুভাকাঙ্ক্ষী, নেতাকর্মী, সহযোগী ও সহযোদ্ধাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যারা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি—তাদের দিকনির্দেশনাই আমাকে এগিয়ে যাওয়ার সাহস জোগায়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি অঙ্গীকারবদ্ধ।”
এনসিপির স্থানীয় নেতৃত্ব জানান, মাহমুদুল হাসানের মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে খুলনা–৪ আসনে নির্বাচনী প্রস্তুতিতে নতুন গতি এসেছে। তাঁরা মনে করছেন, দলীয় পর্যায়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এবং তৃণমূলেও উৎসাহ তৈরি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে যে, এনসিপির এই প্রার্থী নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.