সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে আদালতের নিষেধাজ্ঞা দেয়া জমিতে জোরপূর্বক চাষাবাদের অভিযোগ উঠেছে উপজেলার দক্ষিন পাইকপাড়া গ্রামের কৃষক ছাকাত আলী ও তার লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় গত শনিবার বিকেলে কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ফটিক শেখ। তিনিও দক্ষিন পাইকপাড়া গ্রামের মৃত সদর আলীর পুত্র।
কাজিপুর থানায় দেয়া অভিযোগ ও সরেজমিন গিয়ে জানা গেছে, বাদী ফটিক শেখ তাদের নিজস্ব জমিতে দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করে আসছিলো। ওই গ্রামের ছাকাত আলী ওই জমি নিজেদের দাবী করলে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি বিবাদী ছাকাত আলী, সবুজ আলী, জোবেদা, আনোয়ারা, মনোয়ারা, রেনুকা খানুতনরা সেই জমি নিজেদের দাবী করে জোর পূর্বক দখলে যায়। এ নিয়ে ফটিক শেখ গত ২৩ জুলাই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা করেন। আদালত উভয়পক্ষের শুনানী শেষে গত ২৯ অক্টোবর ওই জমিতে যেতে বিবাদীগণকে ষাট দিনের নিষেধাজ্ঞা দেন। নোটিশে বলা হয়‘ বিজ্ঞ আদালত হইতে মালিকানা স্বত্ত¡ নির্ধারণযোগ্য করেছেন।’ একইসাথে আইন শৃঙ্খলা রক্ষার জন্যে কাজিপুর থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়। এই নোর্টিশ পেয়ে বিবাদী ছাকাত আলী লোকজন নিয়ে গত ৫ নভেম্বর সকালে ফটিক শেখের ওই জমিতে ভুট্টা রোপন করতে থাকে। বাধা দিতে গেলে বিবাদীগণ ফটিক শেখকে বিভিন্ন প্রকার ভয়ভীতি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকী প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী নোর্টিশকারী কাজিপুর থানার এএসআই সুমন সাঈদ জানান, “আমি নিজে বিবাদীদের এ সংক্রান্ত নোর্টিশ দিয়ে তাদেরকে ওই জমিতে যেতে নিষেধ করে এসেছিলাম।”
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, “এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি।তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখে রিপোর্ট করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.