নরসিংদী প্রতিনিধি
নরসিংদী পৌর এলাকায় যানজট নিরসন ও সুশৃঙ্খল যানবাহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে শুরু হয়েছে অটোরিকশা, সিএনজি ও ইজিবাইক (বিভাটেক) তালিকাভুক্তির কার্যক্রম। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নির্দেশনায় এবং নরসিংদী পৌর পরিষদের সিদ্ধান্তে এই নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে— রেজিস্ট্রেশন করতে কোনো ফি লাগবে না। শুধু জাতীয় পরিচয়পত্র ও একটি সক্রিয় মোবাইল নম্বর সঙ্গে আনলেই হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নরসিংদী পৌর পার্কের সামনে তিনটি বুথে নিবন্ধন কার্যক্রম চলছে। এসব বুথে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্কাউটস, বিএনসিসি, বিভিন্ন স্বেচ্ছাসেবী গ্রুপের ভলান্টিয়ার এবং পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, আগামী ২৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত তালিকাভুক্তি চলবে। ২৫ নভেম্বর থেকে তালিকাভুক্তি ছাড়া কোনো অটোরিকশা, সিএনজি বা ইজিবাইক পৌর এলাকায় চলাচল করতে পারবে না। সেদিন থেকে বিশেষ অভিযান পরিচালনা করবে পৌরসভা।
এ বিষয়ে নরসিংদী পৌর প্রশাসক মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে— নির্ধারিত সময়ের মধ্যে তালিকাভুক্ত না হলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পৌর এলাকায় বর্তমানে চলাচলকারী যানবাহনের ধরন—ইজিবাইক, সিএনজি, বিভাটেক ও অটোরিকশা।
যানজট কমাতে ও পরিবহন খাতে শৃঙ্খলা আনতে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় চালক ও মালিকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.